ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ২৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:০৮, ২৯ ডিসেম্বর ২০২৫
মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে পারেননি আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়ার জন্য জরুরি কিছু কাগজপত্রে ত্রুটি থাকায় তা সংশোধন করে ফিরতেই নির্ধারিত সময় পার হয়ে যায়। এ কারণে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন হিরো আলম। 

আরো পড়ুন:

তবে, মনোনয়নপত্র দাখিলের সময় এর সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হয়, সেগুলোর মধ্যে কিছু কাগজপত্রে ত্রুটি ছিল। পরে সেগুলো সংশোধন করে পুনরায় রিটার্নিং কার্যালয়ে আসতে আসতে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যায়। ফলে, তিনি মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানিয়েছে, হিরো আলম দুপুরের দিকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও বিকেল ৪টার পর দাখিল করতে আসেন। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর তিনি জমা দিতে আসায় তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে হিরো আলম বলেছেন, জমা দিতে পারিনি বেশকিছু কারণে। আমার মনোনয়নপত্র নিয়ে তো প্রতিবারই ঝামেলা হয়। আপিল করে ফিরে আনতে হয়। এবারও আপিল করব। আমি ডিসি স্যারের সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, আমি আপিল করতে পারব।

ঢাকা/এনাম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়