ওমানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ কে সামনে রেখে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওমান ক্রিকেট। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বৈশ্বিক টুর্নামেন্টে ওমানের নেতৃত্বে থাকছেন ভারতীয় বংশোদ্ভুত অভিজ্ঞ ব্যাটার জতিন্দর সিং। ৭২ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিজ্ঞতা থাকা এই ক্রিকেটার আগের মতোই দলের ভরসার প্রতীক।
চলতি বছরের শুরুতে এশিয়া ও ইএপি অঞ্চলের বাছাই পর্বে ওমানকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার পুরস্কার হিসেবেই মূল মঞ্চে আবারও অধিনায়কত্বের দায়িত্ব পেলেন জতিন্দর।
ওমান দলের সাপোর্ট স্টাফেও যুক্ত হয়েছে ভারতীয় অভিজ্ঞতা। সাবেক মুম্বাই দলের হেড কোচ সুলক্ষণ কুলকার্নিকে জাতীয় দলের ডেপুটি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ওমান ক্রিকেট বোর্ড। ভারতের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন কাজ করা এই কোচের অভিজ্ঞতা বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলকে দারুণভাবে সাহায্য করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
এই বিশ্বকাপ স্কোয়াডে ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটারদের প্রাধান্য চোখে পড়ার মতো। অধিনায়ক জতিন্দর সিংয়ের পাশাপাশি বিনায়ক শুক্লা থাকছেন সহ-অধিনায়কের ভূমিকায়। এছাড়া অলরাউন্ডার মোহাম্মদ নাদিম ও শাকিল আহমেদ দলে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে জায়গা করে নিয়েছেন।
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার পর ২০২৫ সালের এশিয়া-ইএপি আঞ্চলিক ফাইনালে রানার্সআপ হয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ওমান।
বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে জায়গা পেয়েছে ওমান। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা (সহ-আয়োজক), অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মতো শক্তিশালী দল। বিশ্বকাপ মিশন শুরু হবে ৯ ফেব্রুয়ারি, কলম্বোর এসএসসি ক্রিকেট গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে।
ওমানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
জতিন্দর সিং (অধিনায়ক), বিনায়ক শুক্লা (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাদিম, শাকিল আহমেদ, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলী, করণ সোনাভালে, শাহ ফয়সাল, নাদিম খান, সুফিয়ান মাহমুদ, জে ওডেদ্রা, শফিক জান, আশিস ওডেদ্রা, জিতেন রামানন্দি ও হাসনাইন আলি শাহ।
ঢাকা/আমিনুল