টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত রাবাদা!
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের প্রধান অস্ত্র কাগিসো রাবাদার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আর সেই শঙ্কাই বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের জন্য দক্ষিণ আফ্রিকা তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে ২ জানুয়ারি। তার আগেই সময়ের সঙ্গে দৌড়াচ্ছেন রাবাদা।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, নির্বাচকদের কাছে নিজের ফিটনেস প্রমাণ করার লড়াইয়ে আছেন ডানহাতি এই পেসার। বর্তমানে পাঁজরের চোটে মাঠের বাইরে থাকা ৩০ বছর বয়সী রাবাদা সম্প্রতি এসএ২০ লিগে এমআই কেপ টাউনের হয়ে মৌসুমের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি। শুধু তাই নয়, দ্বিতীয় ম্যাচ থেকেও তার ছিটকে পড়া নিশ্চিত হয়েছে। ফলে স্কোয়াড ঘোষণার সময়সীমা যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে অনিশ্চয়তা।
সবশেষ গত অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নেমেছিলেন রাবাদা। দুটি টেস্টে তিনি নিয়েছিলেন চার উইকেট। এরপর থেকেই পাঁজরের স্ট্রেস ইনজুরির কারণে ভারতের বিপক্ষে পুরো সফর মিস করেন তিনি। গত ছয় মাসে দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র নয়টি ম্যাচ খেলতে পেরেছেন রাবাদা। যা নির্বাচকদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।
রাবাদার মতো অভিজ্ঞ ও ভয়ংকর পেসারকে ছাড়া খেলতে হলে প্রোটিয়াদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন বড় ধাক্কা খাবে, তা বলাই বাহুল্য।
রাবাদা একা নন, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ জুড়েই চোটের সমস্যা প্রকট। জেরাল্ড কোয়েটজি পুরো ২০২৫ সালের বড় একটা সময় চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। বারবার ইনজুরিতে পড়ায় আপাতত তিনি নির্বাচকদের ভাবনায় নেই।
তবে স্বস্তির খবরও আছে। পাকিস্তান সফর মিস করা কিয়েনা মাফাকা হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠেছেন এবং বর্তমানে এসএ২০ লিগে খেলছেন। আর রাবাদার ক্ষেত্রেও আশার আলো- এমআই কেপ টাউনের হয়ে তৃতীয় ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।
এখন দেখার বিষয়, সময়ের সঙ্গে লড়াইয়ে জিতে কাগিসো রাবাদা নিজেকে কতটা প্রস্তুত করে তুলতে পারেন। কারণ তার ফিটনেসের ওপরই অনেকটাই নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ভাগ্য।
ঢাকা/আমিনুল