ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড ৬.৯ ডিগ্রি

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:৫৮, ৭ জানুয়ারি ২০২৬
চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড ৬.৯ ডিগ্রি

কাজে যাচ্ছেন শ্রমজীবীরা

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতে কাবু জনজীবন। শরীর গরম করতে খড়কুটোয় আগুন জ্বালিয়ে তাপ পোহাতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের। হাসপাতলে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। তবে, কেউ মারা যায়নি। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আরো কয়েকদিন তাপমাত্রা এমন থাকতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।

আরো পড়ুন:

আবহাওয়া অফিসের তথ্যমতে, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে এ এলাকার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন কম। সড়কে ও ক্ষেতে নেই মানুষের প্রাণচাঞ্চল্যতা। তারা জানান, শীতে হাত-পা জমে যাচ্ছে তাদের। 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, “সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৬. ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়