ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

বোতলের লেখা মুছে অধিক দামে তেল বিক্রি, ৬ ব্যবসায়ীর জরিমানা

ভোলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১১ জুন ২০২১  
বোতলের লেখা মুছে অধিক দামে তেল বিক্রি, ৬ ব্যবসায়ীর জরিমানা

দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বোতলে লেখা মূল্য মুছে অধিক দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে ৬ ব্যবসায়ীকে জরিমানা দিতে হয়েছে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুর রহমান পরিচালিত বৃহস্পতিবার (১০ জুন) বিকালে এই ৬ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ইউএনও বোরহানউদ্দিন পৌর বাজারের ৬টি দোকানে ৬ ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন।

ইউএনও মো. সাইফুর রহমান জানান, এসব ব্যবসায়ীরা রুপচাঁদা সয়াবিন তেলের বোতলে লেখা মূল্য মুছে ক্রেতাদের কাছে অধিক দামে বিক্রি করছিলেন। ভবিষ্যতে তাদের এ ধরনের অপরাধ না করার জন্য সর্তক করা হয়েছে।

আবদুল মালেক/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়