ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে আমিনুল-আশরাফুল

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে আমিনুল-আশরাফুল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলামকে সভাপতি এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আশরাফুল হককে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টায় সংগঠনটির নিজস্ব গঠনতন্ত্রের আলোকে রোটাবর্ষের (২০২০-২০২১) কমিটি ঘোষণা করা হয়েছে।

এছাড়াও আইন বিভাগের শিক্ষার্থী দেবব্রত রায় চৌধুরী ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাসেল সহ-সভাপতি, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রোটার‍্যাক্ট মো. মাসুদ হাসান, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী  ইশতিয়াক আহমেদ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আ. ন. ম. তোহা যুগ্ম-সাধারণ সম্পাদক ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এ আই এস) বিভাগের মোছা. কুলসুম আক্তার কোষাধ্যক্ষ মনোনীত হন।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট  ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে এসেছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা করা, স্কুল পর্যায়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ, শিশু উন্নয়নসহ বিভিন্ন কর্মকাণ্ড করে আসছে।


কুবি/শরীফ/মাহি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়