সামাজিক সমস্যা সমাধানে ইভোলিউশন ৩৬০’র কেস কম্পিটিশন
মারিয়া রহমান, ঢাকা || রাইজিংবিডি.কম
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন ও ইভোলিউশন ৩৬০ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ইভেন্ট ‘প্ল্যান ফর চেঞ্জ’। এসডিজি সম্পর্কিত বাস্তবজীবনের সমস্যা সমাধানের জন্য কেস কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল এই ইভেন্টের মাধ্যমে।
প্রতিযোগিতার প্রথম ধাপে সারাদেশের ১১০টি স্কুল-কলেজ-মাদরাসা-বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক টিম ইভোলিউশন ৩৬০ প্রদত্ত এসডিজি সম্পর্কিত সমস্যার সমাধান উপস্থাপন করে। অনলাইনে প্রাথমিকভাবে বিচারকরা ৪০টি টিমকে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করেন।
সম্প্রতি রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। তিনটি টিমকে বিজয়ী ঘোষণা এবং পুরস্কৃত করা হয় এবং তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরবর্তীতে সিট ফান্ড প্রদান করবে ইভোলিউশন ৩৬০।
উপজাতি নারীদের মূলধারায় যুক্ত করা, নারীদের অনানুষ্ঠানিক কাজের মূল্যায়ন, ট্রান্সজেন্ডার ইস্যু এবং অভিভাবকহীন কন্যাশিশুর ভবিষ্যৎ অনিশ্চয়তা এই চারটি কেসের সমাধান উপস্থাপন করেন প্রতিযোগীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার। বিশেষ অতিথি ছিলেন বিবিএফ প্রেসিডেন্ট এবং সিইও প্রফেসর মাসুদ এ খান। প্রফেসর ড. জসিম উদ্দিন (অধ্যক্ষ, ধানমন্ডি আইডিয়াল কলেজ), মো. আসাদুজ্জামান (সেক্রেটারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি), বনশ্রী মিত্র নিয়োগী (জেন্ডার অ্যাডভাইজার, মানুষের জন্য ফাউন্ডেশন) এবং ইভোলিউশন ৩৬০ এর উপদেষ্টা আলী নিয়ামত।
উপমা/মাহি