ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন প্রধান ফটক

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ১৭ ফেব্রুয়ারি ২০২৪  
হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন প্রধান ফটক

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নির্মাণ কাজ প্রায় শেষ। দৃশ্যমান হয়েছে মূল স্থাপনা। যার নয়নাভিরাম দৃশ্য বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।

জানা যায়, ফটকটি নির্মাণের জন্য শিক্ষার্থীদের থেকে একটি ডিজাইন আহ্বান করা হয়। স্থাপত্য বিভাগের ১৭  ব্যাচের শিক্ষার্থী ফার্নিয়া কবির ও তার দলে ডিজাইনটি নির্বাচিত হয়। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ এই ফটকের নকশা প্রণয়ন করে। ২০২৩ সালের জুন মাসে এর নির্মাণকাজ শুরু হয়। ফটকটির মূল প্রবেশ অংশ ২০ ফুট এবং পথচারী প্রবেশ অংশ ১০ ফুট প্রশস্ত। নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ লক্ষ টাকা।

কৃষি অনুষদের শিক্ষার্থী জাবির আল মামুন বলেন, ‘দেরিতে হলেও বিশ্ববিদ্যালয়ের প্রথম দৃষ্টিনন্দন ফটক নির্মাণ কাজ হচ্ছে এটা আমাদের জন্যে অত্যন্ত আনন্দের। বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো অনেকটা পরিচায়ক হিসেবে কাজ করে। আর্টিকেল কিংবা নিউজে সাধারণত বিশ্ববিদ্যালয়ের ফটকের ছবিগুলোই বেশি ব্যবহৃত হয়। সেক্ষেত্রে দৃষ্টিনন্দন ফটকগুলো একটি ভালো ইম্প্রেশন তৈরিতেও যথেষ্ট ভূমিকা রাখে। নির্মিতব্য তৃতীয় দৃষ্টিনন্দন ফটকটি এমনি পরিচায়ক হিসেবে ব্যবহার হবে বলে আশা করছি।

বিশ্ববিদ্যালয়ের প্লানিং, ডেভেলপমেন্ট  অ্যান্ড ওয়ার্কস শাখার পরিচালক  অধ্যাপক ড. এটিএম শফিকুল ইসলাম বলেন, আমাদের প্রথম ফটকটি পূর্ব থেকেই ছিল। এটি শুধু আধুনিকায়ন করা হয়েছে। প্রথমদিকে ফটকে শুধু প্রবেশদ্বার ছিল, যা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুবই অসামঞ্জস্যপূর্ব হয়ে যাচ্ছিল। আধুনিকায়নের ফলে ফটকটির সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। গেইটির কাজ প্রায় শেষ, খুব দ্রুতই উদ্বোধন করা হবে।

/সংগ্রাম/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়