ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোনারগাঁও ইউনিভার্সিটিতে টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১৫ মে ২০২৪   আপডেট: ১৫:১৫, ১৫ মে ২০২৪
সোনারগাঁও ইউনিভার্সিটিতে টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত

সোনারগাঁও ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজিত আন্তঃবিভাগ টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৪ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ মে) তিন দিনব্যাপী এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়।

ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ী খেলোয়াড়দের মাঝে মেডেল ও ট্রফি বিতরণ করেন।

এ টুর্নামেন্টে তিনটি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়। পুরুষ (একক) ক্যাটাগরিতে জয় লাভ করেন নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী রুহুল আমীন ফাহিম, নারী (একক) ক্যাটাগরিতে জয় লাভ করেন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী নাঈমা আফরোজ।

পুরুষ (দৈত) ক্যাটাগরিতে জয় লাভ করেন আইন বিভাগের শিক্ষার্থী মো. আবু সালিম তৌহিদ ও নাজমুস সাকিব।

এসময় আরও উপস্থিত ছিলেন- ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক হাবিবুর রহমান কামাল, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো. আল আমিন মোল্লা, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর খবিরুল হক চৌধুরী, রেজিস্ট্রার এসএম নূরুল হুদা, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম, স্পোর্টস কো-অর্ডিনেটর মেহেরাব হোসেন জসি প্রমুখ।

/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়