ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিতুমীর কলেজে আর্ট ক্লাবের চিত্র প্রদর্শনী

তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ৩ জুন ২০২৪  
তিতুমীর কলেজে আর্ট ক্লাবের চিত্র প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে সরকারি তিতুমীর কলেজ আর্ট ক্লাব চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

দুই দিনব্যাপী প্রদর্শনীর শেষ দিন সোমবার (৩ জুন)  ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়।

‘লোকশিল্প’ থিম নিয়ে এবার চতুর্থ বারের মতো আয়োজিত প্রদর্শনীতে অংশগ্রহণ করেন সাত কলেজের শিল্পপ্রেমী শিক্ষার্থীরা। যেখানে জলরঙয়ের চিত্র, নকশী কাঁথা, ক্যালিগ্রাফি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্র, গাছ লাগাও পরিবেশ বাঁচাও, গাছই অক্সিজেন, ফটোগ্রাফি, ফুলদানি, পালকিসহ বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়।

প্রদর্শনী পরিদর্শন শেষে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তা চেতনা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটেছে চিত্রকর্মগুলোর মাধ্যমে, যা আমাকে অভিভূত করে। আমরা আশা করি আমাদের শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যাবে।’

প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের মধ্যে অসাধারণ প্রতিভা আছে। তারা কেউ প্রফেশনাল না। কিন্তু নিজের ভালোলাগা ও সৃজনশীলতার মাধ্যমে চমৎকার সব চিত্রকর্ম রং তুলি, ক্যালিগ্রাফি, আর্ট অ্যান্ড ক্রাফটের মাধ্যমে তুলে ধরছে। আমি তাদের জন্য দোয়া করি, তারা অনেক দূর এগিয়ে যাক।’

প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কাজী ফয়জুর রহমান, বিভিন্ন বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

গতকাল রোববার (২ জুন) সকাল ১০টায় কলেজের শহিদ বরকত মিলনায়তনে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম।

তিতুমীর আর্ট ক্লাবের সভাপতি তানজিন তামান্না বলেন, ‘এবারের চিত্র প্রদর্শনী শুধু তিতুমীর কলেজে সীমাবদ্ধ নয়, পুরো সাত কলেজ থেকে সাবমিশন পড়েছে। এ চিত্র প্রদর্শনীর আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত।’

/সিয়াম/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়