ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবি কর্মকর্তা-কর্মচারীদের সিনেট সভা প্রত্যাখ্যানের ঘোষণা

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ১৬ জুলাই ২০২৪   আপডেট: ২২:০৭, ১৬ জুলাই ২০২৪
চবি কর্মকর্তা-কর্মচারীদের সিনেট সভা প্রত্যাখ্যানের ঘোষণা

অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন প্রজ্ঞাপনের বৈষম্যমূলক প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। এতে তারা আগামী ২০ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট সভা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি আলী হোসেন বলেন, আগামী ২০ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট সভা আমি প্রত্যাখ্যান করেছি। আপনাদের প্রতি অনুরোধ আপনারা কেউ সিনেট সভায় যাবেন না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ কর্মস্থলে ফিরবেন না। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী ছাড়া বিশ্ববিদ্যালয় চলে কিনা আমরা দেখবো।

তিনি আরও বলেন, আমরা চাই সিনেট সভা হোক। তবে ২০ তারিখ নয়। সেটা ৩০ জুলাই করা হোক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সহ সভাপতি মিনা পারভিন বলেন, আমরা এখনো খোলা আকাশের আলো দেখতে পাচ্ছি না। দেখতে পেয়েছি অনেকে কর্মসূচিতে আসেন না। আমি সবাইকে সকল কর্মসূচিতে আসার বিনীত আহ্বান জানাচ্ছি। 

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের সমন্বয়ে গত ১ জুলাই সর্বজনীন 'প্রত্যয় স্কিম' থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অন্তর্ভুক্তি প্রত্যাহার ও ইউজিসি কর্তৃক গৃহিত অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ' গঠন করা হয়। তখন থেকে তারা লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন।

/মিজান/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়