ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভাঙা হলো কুবির বঙ্গবন্ধু ভাস্কর্য

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ৭ আগস্ট ২০২৪  
ভাঙা হলো কুবির বঙ্গবন্ধু ভাস্কর্য

তিনদিনের চেষ্টায় ভেঙে ফেলা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি। বুধবার (৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে ভাস্কর্যটির ভাঙা অংশ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্যটি তিনদিনের চেষ্টায় ভাঙা হয়। যারা এটা ভাঙছিলেন, তাদের সঙ্গে কথা বলতে চাওয়া হয়। কিন্তু তারা কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভাস্কর্যটি যারা ভাঙছিলেন, তাদের সবাই বিএনপি সমর্থিত ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী।

এ বিষয়ে কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, এটি আমাদের কাজ নয়। আমরা এর সঙ্গে সম্পৃক্ত নই। অন্যারা এ কাজ করে আমাদের ছাত্রদলের নাম জড়িয়ে প্রচার করছে। তারা আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের প্রতিপক্ষ বানাতে চায়। আমাদের জননেতা নির্দেশ দিয়েছেন যে, কোনোপ্রকার সহিংসতা না করতে এবং আমরা কোনোপ্রকার সহিংসতায় জড়িত নই।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

এর আগে, ২০১৭ সালে প্রকৌশল শাখার তত্ত্বাবধানে ২০ লাখ টাকা ব্যয়ে শিল্পী মৃণাল হকের তত্ত্বাবধানে এ ভাস্কর্যটি স্থাপন করা হয়। ১৫ ফুট উচ্চতা থাকার কথা থাকলেও বাস্তবে তা হয়েছে মাত্র ১১ ফুট। অল্প জায়গায় ছোট একটি বেদী নির্মাণ করে সেখানেই স্থাপন করা হয় ভাস্কর্যটি। নির্মাণের পাঁচ মাসের মাথায় ভাস্কর্যে ফাটল, প্রকৃত নকশা অনুসরণ না করা, ভাস্কর্যে বঙ্গবন্ধুকে ক্ষুদ্রাকৃতি এবং বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল।

/এমদাদুল/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়