ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

চবিতে প্রক্টর-প্রাধ্যক্ষদের পদত্যাগ 

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ১০ আগস্ট ২০২৪  
চবিতে প্রক্টর-প্রাধ্যক্ষদের পদত্যাগ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর ড. অহিদুল আলমসহ প্রক্টরিয়াল বডির সব সদস্য ও তিনটি আবাসিক হলের প্রাধ্যক্ষগণ পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় উপাচার্য বরারব পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।

পদত্যাগকারী তিন হল প্রাধ্যক্ষ হলেন- আলাওল হলের সৃজিত কুমার দত্ত, এএফ রহমান হলের আলী আরশাদ ও সোহরাওয়ার্দী হলের শেখ সাদি।

জানতে চাইলে চবি প্রক্টর ড. অহিদুল আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। চলামান পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে পদত্যাগ করেছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘প্রক্টরিয়াল বডি ও তিন হলের প্রাধ্যক্ষগণ পদত্যাগ করেছেন। বাকিরাও দ্রুত পদত্যাগ করবেন বলে আমরা জানতে পেরেছি। এখন আর দাবি নয়, তাদের পদত্যাগ করতে বাধ্য করবে শিক্ষার্থীরা।

এর আগে, ছাত্র আন্দোলনে নিরব ও পক্ষপাতমূলক ভূমিকা রাখায় শুক্রবার (৯ আগস্ট) সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যদ্বয় (অ্যাক্যাডেমিক ও প্রশাসনিক), প্রক্টরিয়াল বডি ও সব হলের প্রাধ্যক্ষদের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। অন্যান্যরা পদত্যাগ না করা পর্যন্ত এ বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তারা।

/মিজান/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়