ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

সহিংসতায় নিহতদের স্মরণে রাবিতে প্রদীপ প্রজ্বলন

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ১০ আগস্ট ২০২৪  
সহিংসতায় নিহতদের স্মরণে রাবিতে প্রদীপ প্রজ্বলন

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। শনিবার (১০ আগষ্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে রাবিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে এ প্রদীপ প্রজ্বলন করা হয়। 

প্রদীপ প্রজ্বলন শেষে শিক্ষার্থীরা বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনো অপশক্তি যাতে চলমান পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেদিকেও সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যে কোনো অশুভ তৎপরতা রুখতে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাম্য, সৌহার্দ্য ও নৈতিক বলে বলিয়ান হয়ে একটি উন্নত দেশ গড়ার মাধ্যমে ছাত্র অভ্যুত্থানে শহিদদের মর্যাদা এই বাংলাদেশে প্রতিষ্ঠার শপথ করেন তারা। 

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইসলাম রাজু বলেন, আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি। এ দেশে ফ্যাসিবাদী শক্তি এখনও সক্রিয়। তাদের হাত থেকে এ দেশকে রক্ষার পাশাপাশি একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নিশ্চিত করার মাধ্যমেই সংগ্রাম শেষ হবে।

আরেক শিক্ষার্থী রাফিদ হাসান বলেন, কোটা সংস্করের আন্দোলনে একটি চক্র মিশে গিয়ে সহিংসতার দিকে নিয়ে গেছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

/ফাহিম/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়