বুদ্ধিজীবী দিবসে জাবি ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের আয়োজনে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিভিন্ন ছবি ও পেপার কাটিং দেখানো হয়। বুদ্ধিজীবী গোবিন্দ চন্দ্র দেব, মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, আবুল খায়ের, জ্যোতির্ময় গুহঠাকুরতা, সিরাজুল হক খান, এ এন এম ফাইজুল মাহীসহ অনেকের ছবি প্রদর্শন করা হয়।
এ সময় ছাত্রদল নেতা নাইমুর রহমান কৌশিক বলেন, ‘‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী যেভাবে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিলো, ২০২৪ সালে এসে শেখ হাসিনা এদেশের মেধাবী শিক্ষার্থীদেরকে মেরে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিলো। ৭১ সালে পাকিস্তানিদের মতো ২৪-এ এই আওয়ামী সরকার পরাজিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে আলোকচিত্র প্রদর্শনী করেছে।’’
ছাত্রদল নেতা আবদুল গাফফার জিসান বলেন, ‘‘পাকিস্তানি হানাদার বাহিনী মনে করেছিলো এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করলে আমাদের দমিয়ে রাখতে পারবে। কিন্তু দুইদিন পর আমরা ঠিকই বিজয় অর্জন করেছিলাম। সবাইকে সঠিক ইতিহাস জানানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বিগত ১৭ বছর শেখ হাসিনা সরকার সবাইকে মিথ্যা ইতিহাস তুলে ধরেছিলো।’’
ঢাকা/আহসান/সাইফ