ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাগুরায় শিশু ধর্ষণের বিচার দাবি জাবি শিক্ষার্থীদের

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ৮ মার্চ ২০২৫  
মাগুরায় শিশু ধর্ষণের বিচার দাবি জাবি শিক্ষার্থীদের

মাগুরায় ৭ বছর বয়সী শিশু ধর্ষণের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। 

শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তাদের ধর্ষণবিরোধী নানা শ্লোগান দিতে দেখা যায়।

আরো পড়ুন:

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে আইনশৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থা আমাদের চোখে পড়ছে। আমরা চাই, অন্তর্বর্তী সরকার দৃশ্যমান পদক্ষেপ নিক এবং ধর্ষকদের প্রকাশ্যে কঠোর শাস্তি দিক। তাহলে আর কেউ ধর্ষণের সাহস পাবে না। 

বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মৌমিতা বলেন, “আমরা পত্রিকা খুললেই একটা জিনিস দেখতে পাই, তা হচ্ছে ধর্ষণ। আমাদের প্রাণপ্রিয় শহর মাগুরাতে একটি শিশু নারকীয় ধর্ষণের শিকার হয়েছেন। মেয়ে হিসেবে এটা আমাদের জন্য শুধু লজ্জার নয়, বরং ভীতিকর। আমাদের মনে প্রশ্ন জাগে, আমরা কি নিরাপদ? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, এমন নৃশংস ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে।”

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী হাসান বলেন, “মাগুরায় ধর্ষণের ঘটনা আমাদের জন্য লজ্জার। ধর্ষকের শাস্তির দীর্ঘসূত্রতা প্রমাণ করে, আমাদের দেশের বিচারহীনতার সংস্কৃতি। আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা চাই অন্তর্বর্তী সরকার ধর্ষকের শাস্তি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করবে।”

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়