ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

মানারাত ইউনিভার্সিটিতে নবাগত শিক্ষকদের প্রশিক্ষণ

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ২১ মে ২০২৪  
মানারাত ইউনিভার্সিটিতে নবাগত শিক্ষকদের প্রশিক্ষণ

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগের নবাগত শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে এ প্রশিক্ষণ হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. নারগিস সুলতানা চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো. মাহবুব আলম। 

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান নবাগত শিক্ষকদেরকে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাগত জানিয়ে তাদের উত্তরোত্তর সফলতা ও ভবিষ্যত জীবনে সমৃদ্ধি কামনা করেন। 

নবাগত শিক্ষকরাও এ সময় তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি ও গুণগত শিক্ষা নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট