ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিরাকল ইন্ডাস্ট্রিজের আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকের আপত্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ২৩ জুন ২০২৪  
মিরাকল ইন্ডাস্ট্রিজের আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকের আপত্তি

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্বশেষ তিন হিসাব বছরের (২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ২০২২-২৩ অর্থবছরের মতোই ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাবেও নিরীক্ষক আপত্তিকর মন্তব্য করেছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানি কর্তৃপক্ষ ২০২২ সালের ৩০ জুন ২ কোটি ৬৮ লাখ টাকার মজুদ পণ্য ও ২০ লাখ টাকা নগদ অর্থ ছিল বলে আর্থিক হিসাবে দেখিয়েছে। কিন্তু কোম্পানিটির দেখানো মজুদ পণ্যের অস্তিত্ব ও সঠিক মূল্য নিশ্চিত হওয়া যায়নি। কারণ নিরীক্ষিককে দেরিতে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, একই কারণে নগদ অর্থের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় মিরাকল ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৫ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে ৬৯.৭৪ শতাংশ মালিকানা রয়েছে পুঁজিবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। গত বৃহস্পতিবার (২০ জুন) সর্বশেষ এ কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩০.৫০ টাকায়।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়