ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উৎপাদনে ফিরেছে প্যাসিফিক ডেনিমস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ২৪ জুন ২০২৪  
উৎপাদনে ফিরেছে প্যাসিফিক ডেনিমস

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের উৎপাদন কেন্দ্র বন্ধ ছিল। প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে কোম্পানিটি।

সোমবার (২৪ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উৎপাদন কেন্দ্র এবং আশপাশের এলাকার গ্যাস সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় প্রায় দুই মাস ধরে বন্ধ ছিল। তবে শনিবার (২২ জুন) থেকে আবারও উৎপাদনে ফিরেছে কোম্পানিটি।

এর আগে, গত ২৮ এপ্রিল কোনো পূর্ব সতর্কতা ছাড়াই প্যাসিফিক ডেনিমসের কারখানা এলাকার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। কোম্পানিটির কারখানার উৎপাদন গ্যাসভিত্তিক ক্যাপটিভ পাওয়ার নির্ভর হওয়ার সঙ্গে সঙ্গে উৎপাদন বন্ধ হয়ে যায়। সেই সময় থেকে প্রায় দু’মাস উৎপাদন কেন্দ্র বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরলো প্যাসিফিক ডেনিমস।

/ঢাকা/এনটি/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়