ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনুমোদন করা যাচ্ছে না সোনালী লাইফের আর্থিক হিসাব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ২৬ জুন ২০২৪  
অনুমোদন করা যাচ্ছে না সোনালী লাইফের আর্থিক হিসাব

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অপসারণ করা হয়েছে। এর ফলে কোম্পানিটির আর্থিক হিসাব অনুমোদন করা যাচ্ছে না। 

বুধবার (২৬ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য মতে, বিধি অনুসারে, হিসাব বছর শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে জীবনবীমা কোম্পানির পর্ষদ সভা আহ্বান করে ওই সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করতে হয়। পর্ষদ সদস্যরা আর্থিক প্রতিবেদন অনুমোদন করলে সভায় সাধারণত লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কোম্পানিটির পর্ষদকে অপসারণ করার কারণে আর্থিক প্রতিবেদন পর্ষদ সভায় উপস্থাপন করা সম্ভব হচ্ছে না। তাই বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ কোম্পানিটির পর্ষদ সভা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। 

সোনালী লাইফের প্রশাসক জানিয়েছে, ডিএসই লিস্টিং রুলস ও কোম্পানি আইন অনুযায়ী, যে কোনো কোম্পানির আর্থিক হিসাব পরিচালনা পর্ষদ অনুমোদন দিয়ে থাকে। কিন্তু গত ১৮ এপ্রিল সোনালী লাইফের পরিচালনা পর্ষদকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তাই কোম্পানিটির আর্থিক হিসাব অনুমোদন করা যাচ্ছে না।

ঢাকা/এনটি/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়