ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুনর্মূল্যায়নে এনভয়ের সম্পদ বেড়েছে ১৯০ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২৭ জুন ২০২৪  
পুনর্মূল্যায়নে এনভয়ের সম্পদ বেড়েছে ১৯০ কোটি টাকা

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের সম্পদ পুনর্মূল্যায়ন করা হয়েছে। পুনর্মূল্যায়নে জমি ব্যতিত কোম্পানিটির অন্যান্য সম্পদের মূল্য বেড়েছে প্রায় ১৯০ কোটি টাকা। বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৬ জুন) এ কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩৪তম বৈঠকে পুনর্মূল্যায়ন প্রতিবেদন গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন:

কোম্পানিটি প্রফেশনাল ভ্যালুয়ার কোম্পানির মাধ্যমে সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। পুনর্মূল্যায়নকৃত সম্পদের মধ্যে আছে, প্রোপার্টি, প্ল্যান্ট এবং ইকুইপমেন্ট। পুনর্মূল্যায়নের আগে এসব সম্পদের মূল্য ছিল ১ হাজার ৫৭ কোটি ৫২ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পর মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ২৪৭ কোটি ৩ লাখ টাকা। পুনর্মূল্যায়নে সম্পদ মূল্য বেড়েছে ১৮৯ কোটি ৫১ লাখ টাকা।

সম্পদ মূল্য বৃদ্ধির বিষয়টি আগামী ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদনে প্রতিফলিত হবে।

এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়