ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পূবালী ব্যাংকের নতুন কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ১৯ আগস্ট ২০২৪  
পূবালী ব্যাংকের নতুন কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

পূবালী ব্যাংক পিএলসির নতুন নিয়োগপ্রাপ্ত ২৯০ জন সিনিয়র অফিসার ও অফিসারদের জন্য পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টশন প্রোগ্রামের আয়োজন করে ব্যাংকটির মানবসম্পদ বিভাগ। 

প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন। 

মানবসম্পদ বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক ইসমত আরা হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী নবীনদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘বর্তমান বিশ্বায়নের যুগে নিজেদের ব্যাংকিং সংক্রান্ত সব ধরনের জ্ঞান আহরণের মাধ্যমে সমৃদ্ধ করে তুলতে হবে। বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মেনে চলার মাধ্যমে নিজেকে দক্ষ ব্যাংকার হিসেবে সুপ্রতিষ্ঠিত করা সম্ভব। পূবালী ব্যাংক সব সময় এ দিকটায় বিশেষ দৃষ্টি দিয়ে থাকে।’

ব্যবস্থাপনা পরিচালক নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দৃঢ় সংকল্প, একাগ্রতা, আন্তরিকতা এবং পেশাদারিত্ব দিয়ে গ্রাহকদের সেবা দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

এনএইচ/

সর্বশেষ

পাঠকপ্রিয়