ঢাকা     শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩১

বিনিয়োগকারীদের আস্থা ফিরলে পুঁজিবাজার স্থিতিশীল হবে: ডিএসই পরিচালক

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ২৮ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:২৫, ২৮ নভেম্বর ২০২৪
বিনিয়োগকারীদের আস্থা ফিরলে পুঁজিবাজার স্থিতিশীল হবে: ডিএসই পরিচালক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেছেন, ‘‘বিনিয়োগকারীদের আস্থার ওপর নির্ভর করে শেয়ারবাজারের ভবিষ্যৎ। মূলত এ বাজারের শক্তিই হলো বিনিয়োগকারীরা। তাদের আস্থা ফিরিয়ে আনতে পারলেই বাজার স্থিতিশীল হবে। এজন্য বিনিয়োগকারীদের উৎসাহিত করতে হবে।’’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ডিএসই’র ট্রেনিং একাডেমি আয়োজিত চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মিনহাজ ইমন বলেন, ‘‘বাংলাদেশে সার্বিক অর্থনীতির সঙ্গে সমন্বয় রেখে শেয়ারবাজারে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো বাজারে কোনো বাজে আইপিও না আসা। অর্থনীতি উন্নয়নের জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে টাকা পাচার বন্ধ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণের কিস্তি না দিলে ঋণ খেলাপি হয়ে যাওয়া ইত্যাদি। আমরা আশাবাদী খুব শীঘ্রই সরকার পুঁজিবাজারের দিকে আরও অধিক নজর দেবে।’’

ডিএসইর পরিচালক বলেন, ‘‘একজন বিনিয়োগকারীর জন্য আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কোম্পানির আর্থিক অবস্থা বিবেচনা করে বিনিয়োগ করলে বিনিয়োগকারীগণ লাভবান হতে পারে। অপরপক্ষে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এজন্য অডিট ফার্মগুলোর মূল ভূমিকা পালন করতে হবে। এছাড়াও কোম্পানিগুলোকে আন্তর্জাতিক মানদণ্ডে  আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হবে। যাতে বিনিয়োগকারীরা সহজে এটি বুঝতে পারে। আমাদের পুঁজিবাজারের পরিধি ছোট হওয়ায় অনেক গুজব বাজারে বিদ্যমান।’’

তিনি আরো বলেন, ‘‘ব্রোকারেজ হাউজের সিইও, সিএফও, কমপ্লায়েন্স অফিসার ও অনুমোদিত প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে অনুমোদিত প্রতিনিধিদের কমপ্লায়েন্সের সব নির্দেশনা সঠিকভাবে মেনে চলে লেনদেন সম্পন্ন করতে হবে।’’

ঢাকা/এনটি/


সর্বশেষ

পাঠকপ্রিয়