ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৫৯, ৩ ডিসেম্বর ২০২৪
কক্সবাজারে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

দুই দিনব্যাপী এ কনফারেন্সে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

‘শ্রেষ্ঠত্বের নতুন দিগন্ত’ স্লোগানকে সামনে কক্সবাজারের বে ওয়াচ হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বার্ষিক বিজনেস কনফারেন্স। 

গত ২৯ ও ৩০ নভেম্বর এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে দেশব্যাপী ছড়িয়ে থাকা ডিবিএল পরিবারের সব ডিলার ও ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন।

সেখানে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, ফিন্যান্স কন্ট্রোলার কাজী সিদ্দিকুল আজম ও হেড অফ মার্কেটিং দিদারুল আলম খান। 

বিজনেস কনফারেন্সে ডিবিএল গ্রুপের বোর্ড অব ডাইরেক্টর, ডিবিএল ও ব্রাইট সিরামিকসের জ্যেষ্ঠ কর্মকর্তারা বক্তব্য রাখেন এবং বিজনেস পার্টনারদের সেরা পারফরম্যান্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। 

অনুষ্ঠানে চলতি বছরের সাফল্য উদযাপনের পাশাপাশি ডিবিএল সিরামিকসের নতুন পণ্য-মোজাইক টাইলস এর মোড়ক উন্মোচন করা হয়।

ডিবিএল সিরামিকস ২০১৭ সালে সিরামিক ইন্ডাস্ট্রিতে তাদের পথচলা শুরু করেছিল। টাইলসের গুণগত মান, নকশার বৈচিত্র্য এবং অত্যাধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারের কারণে গ্রাহকদের মাঝে বেশ নন্দিত এই প্রতিষ্ঠান। ক্রেতাদের কাছে বিশ্বমানের টাইলস পৌঁছে দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জনই ডিবিএল সিরামিকসের লক্ষ্য।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়