ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গবেষণামূলক সাংবাদিকতায় অ্যাওয়ার্ড ও ফেলোশিপ দেবে বিএসইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ১ জানুয়ারি ২০২৫  
গবেষণামূলক সাংবাদিকতায় অ্যাওয়ার্ড ও ফেলোশিপ দেবে বিএসইসি

পুঁজিবাজারের ওপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহ দিতে ‘ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

প্রত্যেক ক্যাটাগরির অ্যাওয়ার্ডস বিজয়ীকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং একটি ক্রেস্ট দেওয়া হবে। ফেলোশিপ বিজয়ীদেরকে ৫ লাখ টাকা সমমূল্যের এবং ২ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের আর্থিক সহায়তা দেওয়া হবে।

বুধবার (১ জানুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মাদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনর্গঠিত বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন এ উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) প্রেসিডেন্ট গোলাম সামদানী ভুঁইয়ার নেতৃত্বে নির্বাহী কমিটির সদস্যদের মতামত নিয়েছে বিএসইসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পুঁজিবাজারের ওপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রাম প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ নীতিমালা ২০১৫’ নামে একটি নীতিমালা প্রণয়ণের উদ্যোগ গ্রহণ করেছে বিএসইসি। এ উদ্যোগের মাধ্যমে বিএসইসি পুঁজিবাজারবিষয়ক সাংবাদিকতায় দায়িত্বশীলতা, নৈতিকতা ও সততাকে উৎসাহিত করতে চায়, যা দেশের পুঁজিবাজার ও সর্বোপরি অর্থনীতির গতিশীলতাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। এ ফেলোশিপ সাংবাদিকদের বৈশ্বিক আর্থিক বাজার সম্পর্কে জ্ঞান বৃদ্ধির সুযোগ দেবে, তাদের বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি করবে এবং নৈতিক সাংবাদিকতার মানদণ্ড নিশ্চিত করতে সহায়তা করবে।”

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “এই অ্যাওয়ার্ডস প্রোগ্রামের আওতায় তিন ক্যাটাগরিতে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে এবং পৃথক দুটি বিশেষ ফেলোশিপ প্রদান করা হবে। এর মাধ্যমে স্বনামধন্য বিদেশি প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণে আর্থিক সহায়তা দেওয়া হবে। অ্যাওয়ার্ডস প্রোগ্রামের প্রত্যেক ক্যাটাগরির অ্যাওয়ার্ডস বিজয়ীকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও একটি ক্রেস্ট প্রদান করা হবে। এছাড়া, ফেলোশিপ বিজয়ীদের যথাক্রমে ৫ লাখ টাকা সমমূল্যের এবং ২ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের আর্থিক সহায়তা দেওয়া হবে।”

অ্যাওয়ার্ড ও ফেলোশিপগুলো হলো:

(১) অ্যাওয়ার্ডস: (ক) প্রিন্ট মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ড (খ) ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ড এবং (গ) অনলাইন মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ড।

(২) ফেলোশিপ: (ক) ৫ লাখ টাকা সমমূল্যের একটি ফেলোশিপ এবং (খ) ২ লাখ ৫ হাজার টাকা সমমূল্যের একটি ফেলোশিপ।

বিএসইসি জানিয়েছে, বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ও বাংলাদেশি মালিকানাধীন সংবাদপত্র বা অনলাইন সংবাদমাধ্যম বা ইলেকট্রনিক মিডিয়াতে নিয়মিতভাবে পুঁজিবাজারবিষয়ক রিপোর্টিংয়ে নিয়োজিত সাংবাদিকরা অ্যাওয়ার্ডস বা ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। বিএসইসি কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ জুরি বোর্ড আবেদনকারীদের প্রদত্ত তথ্য ও প্রস্তাব মূল্যায়ন করবে। অ্যাওয়ার্ডস ও ফেলোশিপ প্রদানকালীন কমিশনের আদেশ দ্বারা ৬ সদস্যের সমন্বয়ে জুরি বোর্ড গঠন করা হবে।

জুরি বোর্ডে সদস্য থাকবেন বিএসইসির একজন প্রতিনিধি, স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অথবা মনোনীত প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন অথবা মনোনীত প্রতিনিধি এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক অথবা মনোনীত প্রতিনিধি। 

জুরি বোর্ড আবেদনকারীদের যোগ্যতা, অভিজ্ঞতা, সংবাদের মান এবং অন্যান্য বিষয় বিচার করে চূড়ান্তভাবে অ্যাওয়ার্ড ও ফেলোশিপ বিজয়ী নির্বাচন করবেন।

উল্লেখ্য, ‘ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রাম চালু করার বিষয়ে বিএসইসি অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ঢাকা/এনটি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়