শমরিতা হসপিটালের পর্ষদ সভা ২৭ এপ্রিল
পুঁজিবাজারে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ এপ্রিল (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় হবে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পর্ষদ সভায় শমরিতা হসপিটাল লিমিটেডের ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এর আগের হিসাববছরে তৃতীয় প্রান্তিকে শমরিতা হসপিটাল লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০২ টাকা।
ঢাকা/এনটি/রফিক