ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এনটিআরসিএ’র আপিলের শুনানি রোববার: আশায়-অপেক্ষায় নিয়োগ প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২৬ জুন ২০২১   আপডেট: ১৯:৫৯, ২৬ জুন ২০২১
এনটিআরসিএ’র আপিলের শুনানি রোববার: আশায়-অপেক্ষায় নিয়োগ প্রার্থীরা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী ২ হাজার ৫০০ জনকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর ফলে এনটিআরসিএর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ আটকে গেছে।

এনটিআরসিএ হাইকোর্টের দেওয়া এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে আপিল বিভাগে। শুনানি শেষে গত মঙ্গলবার (২২ জুন) দুপুরে আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান চেম্বার আদালত। আগামীকাল রোববার (২৭ জুন) হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে এর শুনানি হবে। 

আগামীকালের রায় তাদের পক্ষে পাওয়ার বিষয়ে আশাবাদী নিয়োগ প্রার্থী ও এনটিআরসিএ কর্তৃপক্ষ। নিয়োগ প্রার্থীরা বলছেন, ‘এভাবে বেকারদের সঙ্গে আর কত তামাশা চলবে। আমাদের হাহাকার কেউ বুঝলো না। আমরা চাই,  কোনো ঝামেলা ছাড়াই এই নিয়োগ হয়ে যাক। এটা আমাদের ন্যায্য দাবি। আমরা নিয়োগ প্রার্থীরা অধীর আগ্রহে শুনানির অপেক্ষায় আছি।’ 

তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের সভাপতি শান্ত আহমেদ এর আগে জানান, ‘পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে, তাতে নিয়োগের গণবিজ্ঞপ্তি না দিয়ে সবাইকে মামলা করার নির্দেশনা দেওয়া উচিত ছিল। আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই— আমাদের পরীক্ষা নিয়েছে, চূড়ান্ত ফলাফল দিয়েছে এনটিআরসিএ, চূড়ান্ত সুপারিশও করবে এনটিআরসিএ। আদালত কী বললো না বললো, সেটা আমাদের জানার দরকার নেই। আমরা তো কোনো মামলার সঙ্গে সম্পর্কিত না।’

তিনি বলেন, ‘আমরা আবেদন করেছি, এনটিআরসিএ মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ দেবে। তাই আর কোনো কালক্ষেপণ নয়। দ্রুত ফলাফল চাই, দিতে হবে। উচ্চ শিক্ষিত এসব মেধাবী বেকারদের মেধা ও ঘাম আর অশ্রুভেজা আবেদনের টাকার কি কোনো মূল্য নেই এই দেশে? প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না।’

এ বিষয়ে এনটিআরসিএর সচিব ড. এটিএম মাহবুব-উল করিম বলেন, ‘বেকারদের কষ্ট আমরা বুঝি। কিন্তু বর্তমানে যারা এ পরিস্থিতি তৈরি করে রেখেছে, তাদের জন্যই মেধাবী নিয়োগ প্রার্থীদের কষ্ট করতে হচ্ছে। আমরা আশা করছি, আগামী ২৭ জুন হাইকোর্টের রায় এনটিআরসিএ’র পক্ষে হবে। আমরা প্রকৃত মেধাবীদের দ্রুত নিয়োগ দিতে পারবো।’

ঢাকা/ইয়ামিন/এমএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়