ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রাথমিকের গুণী শিক্ষকদের চুক্তিভিত্তিক নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ২০ জানুয়ারি ২০২২  
প্রাথমিকের গুণী শিক্ষকদের চুক্তিভিত্তিক নিয়োগের সুপারিশ

ফাইল ফটো

প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবসরে যাওয়া গুণী শিক্ষকদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রস্তাব করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। দেশের সব জেলার গুণী শিক্ষকদের তালিকা করে একটি প্রকল্পের মাধ্যমে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

সম্প্রতি এক বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে তাদের বিদেশে প্রশিক্ষণ তেমন ফলপ্রসূ হয়নি। এতে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় হলেও সে অনুপাতে লাভ হয়নি। তার বদলে স্বল্প অর্থ ব্যয়ে অবসরে যাওয়া গুণী শিক্ষকদের অথবা অবসরের জন্য অপেক্ষমানদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যেতে পারে। জেলাওয়ারি তালিকা তৈরি করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলে বেশি ফলপ্রসূ হবে। জেলাভিত্তিক সেল গঠন করে লাইলট প্রকল্প গ্রহণের মাধ্যমে এসব শিক্ষককে খুঁজে বের করে তালিকা করা যেতে পারে।’

তিনি আরও বলেছেন, ‘২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকের পাঠদানের সক্ষমতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। এসব শিক্ষককে দিয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। প্রশিক্ষণ দিয়েও তাদের সক্ষমতা বাড়ানো সম্ভব হয়নি।’

অবসরে যাওয়া গুণী শিক্ষকদের চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ওই মন্ত্রণালয়ের সচিব জি এম হাসিবুল আলম।

ইয়ামিন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়