ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ১৫ মে ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান

গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হচ্ছে

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. শুকুর আলী, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুকন্ঠ কুমার মন্ডল, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পরিমল মজুমদার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি বাবুল সরদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলিম উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান খান মজিবুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহ-ই আলম বাচ্চু প্রমুখ।

অনুষ্ঠানে বাগেরহাট জেলার নয়টি উপজেলার  ছয় শতাধিক গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন ১২৬০ টাকা করে মোট ৭ লাখ ৫৬ হাজার নগদ অর্থ প্রদান করা হয়েছে।

রাইজিংবিডি/১৫ মে ২০১৪/আলী আকবর টুটুল/রণজিৎ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়