ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

মানারাতের ইসলামিক স্টাডিজ ক্লাবের শিক্ষা সফর অনুষ্ঠিত

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ৪ জুন ২০২৪  
মানারাতের ইসলামিক স্টাডিজ ক্লাবের শিক্ষা সফর অনুষ্ঠিত

অনুষ্ঠিত হলো মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের ইসলামিক স্টাডিজ ক্লাবের আয়োজনে শিক্ষা সফর-২০২৪। 

গত শুক্রবার (৩১ মে) গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার দর্শনীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের মধ্য দিয়ে দিনব্যাপী এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। এতে ইসলামিক স্টাডিজ বিভাগের বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

সফরের নেতৃত্বে ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ ও  শিক্ষক মুহাম্মদ কামারুজ্জামান খিজিরী।  

শিক্ষা সফর উপলক্ষে শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাস থেকে গন্তব্যের উদ্দেশে রওয়ানা হন ছাত্র-ছাত্রীরা। তারা পদ্মা সেতু হয়ে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিদর্শন করেন। তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। পরে সেখান থেকে তারা বাগেরহাট জেলার বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্পট পরিদর্শন করতে যান। সেখানে তারা ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, খান জাহান আলীর (রহ.) মাজার ও ঠাকুরদীঘি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিকালে রাজধানী ঢাকার উদ্দেশে রওয়ানা হন। 

যাত্রাপথে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ঐতিহাসিক শতবর্শী আমগাছ পরিদর্শন করেন।

সুমন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়