ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেন্সর বোর্ড দেখবে ‘খাস জমিন’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৮, ১৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেন্সর বোর্ড দেখবে ‘খাস জমিন’

সাইমন সাদিক, বিপাশা কবির

বিনোদন প্রতিবেদক : চলিচ্চত্র নির্মাতা সরোয়ার হোসেন নির্মাণ করেছেন ‘খাস জমিন’ নামে চলচ্চিত্র। এতে চিত্রনায়ক সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন বিপাশা কবির। সিনেমাটির শুটিং শেষে ১৩ আগস্ট সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন সাইমন।

দু-এক দিনের মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হবে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে সাইমন সাদিক রাইজিংবিডিকে বলেন, ‘‘খাস জমিন’ সিনেমায় দেখা যাবে- এলাকার প্রভাবশালী কিছু খারাপ লোক খাস জমি দখল করে ভোগ করছে। আমি একজন ভূমি কর্মকর্তা হিসেবে সেগুলো দখলমুক্ত করে গরিব মানুষের মাঝে বিতরণ করে দিই। সিনেমাটির গল্প মৌলিক। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’’

পরিচালক সরোয়ার হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘টানা দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং করেছি। গরিব ভূমিহীন মানুষদের গল্প নিয়ে কাহিনি গড়ে উঠেছে। সিনেমাটিতে সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে, দেশের মানুষের গল্প এতে দেখানো হয়েছে। তাই এ গল্পটি দর্শককে আকৃষ্ট করবে এবং ভালো লাগবে।’

ইয়নলিয়ন ইন্টারন্যাশনাল মুভিজ প্রযোজিত এ সিনেমায় সাইমন-বিপাশা ছাড়াও অভিনয় করেছেন আমজাদ হোসেন, কাজী হায়াৎ, সুচরিতা, রেবেকাসহ অনেকে। এছাড়া ‘এত প্রেম এত মায়া’, ‘নদীর বুকে চাঁদ’সহ কয়েকটি সিনেমার শুটিং করছেন সাইমন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়