ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘দুরাশা’ নিয়ে ভারতে দিশা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৮, ২৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দুরাশা’ নিয়ে ভারতে দিশা

‘দুরাশা’ নাটকের দৃশ্যে সৈয়দা নওশীন ইসলাম দিশা

বিনোদন ডেস্ক : ঢাকার প্রথম সারির নাটকের দল ব্যতিক্রম নাট্যগোষ্ঠী। আলোচিত প্রযোজনা ‘দুরাশা’ নিয়ে ভারত সফরে যাচ্ছে দলটি। ভারতের উত্তর চব্বিশ পরগণায় একটি নাট্যোৎসবে অংশ নিতে সেখানে যাচ্ছে দলটি। আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় উত্তর চব্বিশ পরগণার নীলদর্পণ মঞ্চে দুরাশা নাটকটি প্রদর্শিত হবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দুরাশা’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম সোহাগ। এতে একক অভিনয় করবেন সৈয়দা নওশীন ইসলাম দিশা। ইতোমধ্যে দিশা ভারতে পৌঁছেছেন। আজ দুই সদস্যদের আরেকটি দল নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন নির্দেশক সোহাগ।

নাটক প্রসঙ্গে সাইফুল ইসলাম সোহাগ রাইজিংবিডিকে বলেন, ‘একক নাটক হিসেবে মঞ্চে আনা ব্যতিক্রমের নিরীক্ষাধর্মী প্রযোজনাগুলোর অন্যতম নাটক এটি। এ নাটকের কাহিনি অতৃপ্ত বাসনার বেদনাময় ইতিহাস। বর্তমানে আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ভালোবাসা, দেশপ্রেমের যে সংকট, সে জায়গা থেকে এই গল্পটি বেছে নিয়েছি।’

নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক বলেন, ‘নিজেদেরকে আমরা ধার্মিক মনে করি কিন্তু প্রকৃত ধার্মিক সব সময় মানুষের প্রতি সহনশীল হয়ে থাকেন। ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়। কিন্তু এখন আমাদের কাছে মানুষ হিসেবে পরিচয় দেওয়ার চেয়ে হিন্দু কিংবা মুসলমান পরিচয় দেওয়াটাই বড় হয়ে উঠছে। ভালোবাসাটা যে বড় সেটা আর থাকছে না।’

দলটির দল প্রধান ও অভিনেত্রী সৈয়দা নওশীন ইসলাম দিশা রাইজিংবিডিকে বলেন, ‘মঞ্চ আমার প্রেম আর নাটক আমার প্রেমের ফসল। আমার মনে হয়, প্রত্যেক অভিনয়শিল্পীর স্বপ্ন থাকে একক নাটক করার। আর সেই কাজটি যখন দর্শকদের বাহবা কুড়ায় তখন মনে হয়-জন্ম সার্থক। দুরাশা নাটকটি করার আগে যেমন স্বপ্ন ছিল, তেমনি ভয়ও ছিল। ভাবতাম, মানুষ আমাকে দেখবে কেন? এই নাটকের নির্দেশক আমাকে বলতেন-কেউ যদি অনুভব করে কিছু করে বা বলে তা মানুষের প্রাণ ছুঁয়ে যায়। নাটকটির শো উপলক্ষে বলব, নাটকটি কারো প্রাণ ছুঁয়েছে কিনা জানি না তবে দেশ-বিদেশে বহু মানুষের চোখের জল দেখেছি। শো শেষ হওয়ার পর দর্শক আমাকে জড়িয়ে ধরে কেঁদেছেন। রবীন্দ্র গবেষকরা বলেছেন, আরো কিছুক্ষণ হলে ভালো হতো, আর দুরাশা এভাবে ভাবা যায় তা তারা চিন্তাও করেননি। সর্বশেষ বলব, এই নাটকটি আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে, মানুষের কাছে যাওয়ার সুযোগ দিয়েছে।’



‘দুরাশা’ ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ৪৫তম প্রযোজনা। অভিনয়ের পাশাপাশি নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন সৈয়দা নওশীন ইসলাম দিশা। অন্যান্য কলাকুশলীদের মধ্যে আলোক প্রক্ষেপণে আছেন শামীমুর রহমান, সংগীত পরিচালনায় আবদুল্লাহ আল মামুন, আবহসংগীতে জারিফ।

 




রাইজিংবিডি/ঢাকা/২৯ জানুয়ারি ২০১৯/শান্ত/মারুফ

 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়