Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৪ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৯ ১৪২৮ ||  ১৫ সফর ১৪৪৩

দীপিকা পাড়ুকোন করোনা পজিটিভ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ৪ মে ২০২১   আপডেট: ১১:২২, ৫ মে ২০২১
দীপিকা পাড়ুকোন করোনা পজিটিভ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি তার কোভিড-১৯ টেস্ট করা হলে তা পজিটিভ এসেছে। টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।

এর আগে কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন এই অভিনেত্রীর বাবা সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন, মা উজালা ও বোন আনিশা পাড়ুকোন। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে ভর্তি দীপিকার বাবা। তবে তার মা ও বোন বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, বর্তমানে দীপিকাও বেঙ্গালুরুতে তার পরিবারের সঙ্গে আছেন।

গত মাসে স্বামী রণবীর সিংকে নিয়ে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দীপিকা। ‘পদ্মাবত’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীর করোনা পজিটিভ হওয়ার খবর জানা গেলেও তার স্বামী রণবীর সিংয়ের বিষয়ে এখনো জানা যায়নি। এমনকি দীপিকাও করোনা আক্রান্ত হওয়ার ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

দীপিকার ঝুলিতে বর্তমানে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সকুন বাত্রার একটি সিনেমার শুটিং শেষ করেছেন দীপিকা। এতে তার সঙ্গে আরো আছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে। এছাড়া হৃতিক রোশানের সঙ্গে প্রথমবার ‘ফাইটার’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। নাগ অশ্বিনের সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বাঁধবেন এই অভিনেত্রী। এখানেই শেষ নয়, শাহরুখ খানের বিপরীতে ‘পাঠান’ সিনেমায় পর্দায় হাজির হবেন দীপিকা। মুক্তির অপেক্ষায় তার ‘৮৩’ সিনেমাটি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়