ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ আটকে দেওয়ার পর দেখা যাবে বিনা পয়সায়

প্রকাশিত: ১৭:৪৭, ২৩ নভেম্বর ২০২১   আপডেট: ১৮:১৩, ২৩ নভেম্বর ২০২১
‘নিষিদ্ধ প্রেমের গল্প’ আটকে দেওয়ার পর দেখা যাবে বিনা পয়সায়

অসম প্রেম, লাশের সঙ্গে ডোমের অন্তরঙ্গ দৃশ্য, হিন্দু-মুসলিম প্রেম যে ছবির উপজীব্য সেই ছবি সেন্সর বোর্ডে আটকে যেতে পারে- এমন আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। কিন্তু তাতে দমে যাননি নির্মাতা। তিনি এবার বিনা পয়সায় সিনেমাটি দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন।

রুবেল আনুশ পরিচালিত সিনেমাটি ইউটিউবে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। এতে সিমলার বিপরীতে অভিনয় করেছেন মামুন।

সিনেমাটির নাম শুরুতে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ রাখা হলেও পরে ‘প্রেম কাহন’ রাখা হয়। কিন্তু এবার পুরনো নামেই সিনেমাটি মুক্তির চিন্তা করেছেন নির্মাতা। 

রুবেল আনুশ বলেন, ‘আমরা বিকল্প পথে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। ইউটিউবে সিনেমাটি মুক্তি দেব। ইউটিউবে দেখতে আলাদা করে কোনো টাকা লাগবে না।’
‘ম্যাডাম ফুলি’খ্যাত অভিনেত্রী সিলাকে নিয়ে ২০১৪ সালের আগস্টে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’র কাজ শুরু করেন রুবেল। শিমলা-মামুন ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।

কী এমন গল্প যে সেন্সর আটকে দিলো? জানতে চাইলে নির্মাতা বলেন, ‘অসম প্রেম দেখানো হয়েছে, ডোম লাশের সঙ্গে সেক্স করছে এবং হিন্দু-মুসলিম প্রেমের একটি গল্প আছে। যদিও সিনেমায় অ্যাডাল্ট দৃশ্য নেই। গালি ছিল সেগুলো মিউট করে দিয়েছি। তারপরও তারা আপত্তি তুলেছেন।’
 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়