ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

শীতের সন্ধ্যায় জ্যোতির ডুব সাঁতার

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ৯ জানুয়ারি ২০২২   আপডেট: ১৬:১৪, ৯ জানুয়ারি ২০২২
শীতের সন্ধ্যায় জ্যোতির ডুব সাঁতার

পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য। শীতের আকাশ হালকা রাঙা। রোদের আলো নেই বললেই চলে! সবাই যখন শীতে জুবুথুবু, ঠিক তখন ঠান্ডা উপেক্ষা করে নদীতে নেমে পড়েন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। নওগাঁর বুক চিরে বয়ে যাওয়া আত্রাই নদীতে জলকেলিতে মেতে উঠেন তিনি। স্নিগ্ধ নদীর জল আর জ্যোতির সতেজতা মুগ্ধতা ছড়াচ্ছে নেটদুনিয়ায়। কারণ এমন কিছু স্থিরচিত্র এ অভিনেত্রী তার ফেসবুকে পোস্ট করেছেন।

সরকারি অনুদানে পরিচালক হোসেন মোবারক নির্মাণ করছেন ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ শিরোনামে চলচ্চিত্র। গত মাসে নওগাঁতে সিনেমাটির শুটিং করেন। এ সিনেমায় অভিনয় করছেন জ্যোতিকা জ্যোতি। গত ২১ ডিসেম্বর প্রথম শুটিংয়ে অংশ নেন তিনি। এ সিনেমার শুটিংয়ের ফাঁকে আত্রাই নদীতে নেমেছিলেন জ্যোতি। যদিও এটি সিনেমার কোনো অংশ নয়। বরং জলের টানেই নদীতে নামেন এ অভিনেত্রী।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে রাইজিংবিডির সঙ্গে আলাপকালে জ্যোতিকা জ্যোতি বলেন—‘আমরা উপজেলা পরিষদের বাংলোতে ছিলাম। তার পাশেই অনেক সরিষা ক্ষেত। গত ২৪ ডিসেম্বর সন্ধ্যার দিকে ওখানে ঘুরতে গিয়েছিলাম। গিয়ে দেখি নদী। পানি দেখলে না নেমে থাকতে পারি না। তারপর ভাবলাম নামি। সাধারণত নদী দেখলেই আমি নেমে পড়ি। এর আগেও বগুড়ায় শুটিং করার সময় একবার নদীতে নেমেছিলাম। এবার আত্রাই নদীতে নামলাম।’

নদীর পানির গভীরতা কম হলেও এখনো অনেক স্রোত রয়েছে। তাতে বেশ বিপদও হয়েছিল। তা জানিয়ে জ্যোতি বলেন—‘পাড় থেকে মনে হয় নদী শান্ত, কোনো স্রোত নেই। পানি কম কিন্তু নামার পর টের পাই অনেক স্রোত। এক জায়গায় স্থির থাকা দায়। আমাকেও ভাসিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়েছিল। ভয়ংকর অবস্থা। আমার সঙ্গে কালিকা (পোষ্য) ছিল। আমার এ অবস্থা দেখে পাড়ে দাঁড়িয়ে তার অস্থিরতার শেষ নেই! ছুটাছুটি করছিল। পরে উঠে পড়ি।’ 

মজার ব্যাপার হলো, নদীতে নামার পর কিছু একটার সঙ্গে পা লাগে জ্যোতির। তারপর উঠিয়ে দেখেন সাজানো একটি পাতিল। এটি বেশ রোমাঞ্চকর ছিল বলে জানান এই অভিনেত্রী।

‘অন্ত্যেষ্টিক্রিয়া’ সিনেমার ৫০ ভাগ শুটিং শেষ হয়েছে। ঢাকায় ফিরেছেন জ্যোতিসহ পুরো টিম। কাজের অভিজ্ঞতা জানিয়ে জ্যোতি বলেন, ‘কাজটি খুব ভালো হচ্ছে। কোনো কিছুতে ছাড় দিচ্ছেন না পরিচালক। সবকিছুর সেরাটা দিতে চাচ্ছেন তিনি। এ বিষয়টি ভালো লাগছে। একজন পরিচালকের প্রথম সিনেমায় নিজেকে উজার করে দেওয়ার যে চেষ্টা থাকে সেটাই করছেন হোসেন মোবারক।’

টানা শুটিং করার ইচ্ছা ছিল পরিচালকের। কিন্তু বাজেটের টেকনিক্যাল জটিলতার কারণে আপাতত স্থগিত রয়েছে দৃশ্যধারণের কাজ। খুব শিগগির নির্মাতা আবারো শুটিংয়ে সরব হবেন বলেও জানান জ্যোতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়