ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আহারে জীবন’ চলচ্চিত্রের ক্যামেরা ক্লোজ

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ৮ মে ২০২৩  
‘আহারে জীবন’ চলচ্চিত্রের ক্যামেরা ক্লোজ

সমাজবাস্তবতা নিয়ে নির্মাতা ছটকু আহমেদ নির্মাণ করছেন ‘আহারে জীবন’। সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন ফেরদৌস-পূর্ণিমা ও জয় চৌধুরী-মৌমিতা মৌ। গত বছরের ১৬ অক্টোবর থেকে রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ শুরু হয়। সম্প্রতি গানের দৃশ্যধারণের মধ্য দিয়ে এর ক্যামেরা ক্লোজ করা হয়।   

সিনেমার টাইটেল গানের কিছু অংশ এফডিসিতে দৃশ্যধারণ করা হয়। এতে অংশ নিয়েছেন নায়ক ফেরদৌস। এ ছাড়া একটি রোমান্টিক গানের শুটিংয়ে অংশ নেন জয় চৌধুরী ও মৌমিতা মৌ। পুবাইলে এর দৃশ্যধারণ করা হয়। এর মধ্য দিয়ে এর ক্যামেরা ক্লোজ করা হয়। 

সিনেমা প্রসঙ্গে জয় চৌধুরী বলেন, ‘‘আহারে জীবন’ চলচ্চিত্রে আমরা কেউ নায়ক নায়িকা নই! গল্প নিজেই মূল নায়ক নায়িকা। আমরা শুধু চরিত্রগুলো প্লে করছি। গল্পে কারোনাকালীন দুই প্রতিবেশীর মধ্যকার নানা বিষয় উঠে এসেছে। এতে ফেরদৌস ভাই ও আমাকে আলাদা দুটি পরিবারের দেখানো হয়েছে।’’

সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটিতে আরো অভিনয় করছেন সুচরিতা, অরুণা বিশ্বাস, শাহানূর ও মিশা সওদাগরসহ অনেকে। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর পূর্ণিমা ক্যামেরার সামনে দাঁড়ালেন।

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়