ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

সরব হচ্ছেন মিম

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ৩১ জুলাই ২০২৪  
সরব হচ্ছেন মিম

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’খ্যাত এই নায়িকা ছোট্ট একটি বিরতি নিয়ে পুনরায় শুটিং ফ্লোরে ফিরছেন।  

জুনের মাঝামাঝি এফডিসিতে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছিলেন বিদ্যা সিনহা মিম। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে কিছু অনুষ্ঠানে হাজির হলেও শুটিং করতে তাকে দেখা যায়নি। এর মধ্যে তার মা ছবি সাহা অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই যাওয়া-আসার মধ্যে ছিলেন মিম। বর্তমানে তারা দেশে রয়েছেন। 

দেশে ফিরেই শুটিংয়ে নিয়মিত হচ্ছেন বলে জানান মিম। আগামী ২ ও ৩ আগস্ট রিমার্কের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে তিনি অংশ নেবেন। এ ছাড়া আগামী ৫ ও ৬ আগস্ট বাটা ও লাক্সের বিজ্ঞাপনচিত্রের শুটিং করবেন তিনি। 

এ প্রসঙ্গে মিম বলেন, ‘আরো আগেই শুটিংয়ে ফেরার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় একটু সময় নিলাম।’

এ ছাড়াও বেশ কিছু কাজ মিমের হাতে রয়েছে। পর্যায়ক্রমে সেগুলোর শুটিং শেষ করবেন বলে জানান এই অভিনেত্রী। 

রাহাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়