ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইতে গাইতে মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন সোনু নিগম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৩:০৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫
গাইতে গাইতে মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন সোনু নিগম

অসুস্থ হয়ে পড়েছেন সোনু নিগম

কনসার্ট চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে ভারতের পুনেতে পারফর্ম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এই শিল্পী।

দ্য ওয়াল এক প্রতিবেদনে জানিয়েছে, মঞ্চে দাঁড়িয়ে গায়কদের টানা পারফর্ম করতে হয়। যার ফলে, বেশিরভাগ সময়ই পিঠে সমস্যা দেখা দেয়। সোনু নিগমেরও তাই হয়েছে। এই মুহূর্তে চিকিৎসকদের পরামর্শ নিয়ে বিশ্রামে রয়েছেন গায়ক।

আরো পড়ুন:

সোনু নিগম তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, গানের সঙ্গে জমিয়ে নাচছেন সোনু নিগম। কিছুক্ষণ পরই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। দ্রুত মঞ্চে ছুটে যান তার টিমের সদস্যরা। ঠিকভাবে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না তার। পরে মঞ্চ থেকে তাকে নামিয়ে নেওয়া হয়।

ভিডিও বার্তায় সোনু নিগম বলেন, “অসহ্য যন্ত্রণা হচ্ছিল। মনে হচ্ছিল, মেরুদণ্ডে সুচ বিঁধে রয়েছে! জীবনের সবচেয়ে কষ্টকর দিন মনে হয় এটাই ছিল। কিন্তু আমার হাত স্বয়ং সরস্বতী ধরেছিলেন। তাই বড় কোনো বিপদ হয়নি।”

মূলত, শোয়ের আগে থেকেই পিঠে ব্যথা হচ্ছিল সোনু নিগমের। কিন্তু বিষয়টি পাত্তা না দিয়ে গান গাইতে মঞ্চে ওঠেন। যন্ত্রণা হওয়ার পরও শ্রোতা-দর্শকদের কথা ভেবে পারফর্ম করেন এই গায়ক। দর্শকদের প্রতি ভালোবাসার নিদর্শন এঁকে প্রশংসা কুড়াচ্ছেন সোনু।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়