ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুটিংয়ে ফিরছেন শাবনূর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ৩০ জুন ২০২৫   আপডেট: ১৯:১৭, ৩০ জুন ২০২৫
শুটিংয়ে ফিরছেন শাবনূর

শাবনূর

নব্বই দশকের রুপালি পর্দা কাঁপানো নায়িকা শাবনূর। তার জনপ্রিয়তা দেশজুড়ে ছড়িয়েছে। বেশ আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন শাবনূর। তবে আজও ঢালিউডের সেই উজ্জ্বল নক্ষত্রকে ভোলেননি তার অগণিত ভক্ত।

দর্শকদের প্রেম ও চাহিদার জোরেই আবারো ফিরে আসেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে। দীর্ঘ বিরতির পর ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরেন শাবনূর।

আরো পড়ুন:

২০২৩ সালের এপ্রিল মাসে শুরু হয় ‘রঙ্গনা’ সিনেমার শুটিং। পরের মাসে সিনেমাটির অর্ধেকের বেশি কাজ শেষ করে অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর। কিন্তু এরপর কেটে গেছে ১৪ মাসেরও বেশি সময়—থেমে যায় সিনেমার গতি।

চলতি বছরের ৮ আগস্ট থেকে ‘রঙ্গনা’ সিনেমার বাকি অংশের শুটিং শুরু হওয়ার কথা থাকলেও দেশের অনিশ্চিত পরিস্থিতির কারণে তা আর সম্ভব হয়নি। অস্ট্রেলিয়া থেকে শাবনূর জানান, “এ পরিস্থিতিতে কেউই শুটিং করতে চাইবেন না। সবকিছু স্বাভাবিক হলে নতুন শিডিউল দেব।”

পরে শোনা যায়, পারিশ্রমিক সংক্রান্ত কিছু জটিলতার কারণে নির্মাতা শাবনূরের নতুন সময় পাচ্ছেন না। বন্ধ হয়ে যায় শুটিং। কেউ কেউ এমনটাও বলছিলেন—“সিনেমা থেকে হয়তো সরে দাঁড়িয়েছেন শাবনূর!” তবে সেই গুঞ্জনে ইতি টানেন শাবনূর। সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এখনো ‘রঙ্গনা’ সিনেমার সঙ্গেই আছেন তিনি।

সেই আশার আলো ধরে নির্মাতা আরাফাতও বলেন, “কেউ কেউ বলছে ‘রঙ্গনা’ সিনেমার শুটিং আর হচ্ছে না—এটা পুরোপুরি মিথ্যা। শাবনূর আপার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।”

শাবনূরের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তিনি আবারো ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়