ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘রক্তের প্রয়োজন হতে পারে, আপনার রক্ত একটি প্রাণ বাঁচাতে পারে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২১ জুলাই ২০২৫   আপডেট: ১৭:২৭, ২১ জুলাই ২০২৫
‘রক্তের প্রয়োজন হতে পারে, আপনার রক্ত একটি প্রাণ বাঁচাতে পারে’

অপু বিশ্বাস

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এর পর থেকে ঘটনার সময় যত গড়াচ্ছে, তত বাড়ছে আতঙ্ক, আর্তনাদ আর সহমর্মিতার আবেদন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে দুর্ঘটনাস্থলের ভিডিও। এমন এক হৃদয়বিদারক পরিস্থিতিতে আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। 

নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন অপু বিশ্বাস। ফেসবুকে তিনি লিখেন, “উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে ক্যাম্পাসের একটি ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে। ভবনটিতে ছোট ছোট শিশুদের ক্লাস হতো। ক্লাস শেষে ছুটির সময়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছেন।” 

আরো পড়ুন:

আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে অপু বিশ্বাস লিখেন, “এরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। রক্তের প্রয়োজন হতে পারে, আপনার রক্ত একটি প্রাণ বাঁচাতে পারে।” 

রক্ত দেওয়া যাবে এ রকম কয়েকটি হাসপাতালের নাম ওই পোস্টে উল্লেখ করেছেন অপু বিশ্বাস। তিনি লিখেন, “দয়া করে দুর্ঘটনাস্থলে ভিড় না করে উদ্ধারকাজে সহযোগিতা করুন।” পোস্টে মন্তব্য করেছেন বহু অনুরাগী। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করছেন সবাই। 

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সোমবার (২১ জুলাই) বিকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়