ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘এআই এডিটেড ভিডিও সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ২৯ জুলাই ২০২৫   আপডেট: ১৭:১৬, ২৯ জুলাই ২০২৫
‘এআই এডিটেড ভিডিও সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে’

সাদিয়া আয়মান

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোর প্রবণতা বেড়েই চলেছে। বিশেষ করে দেশের নারী শিল্পীদের মুখচ্ছবি এআইয়ের মাধ্যমে বিকৃত করে প্রচারের ঘটনা দিন দিন উদ্বেগ তৈরি করছে। বিষয়টি নিয়ে এবার সরব হলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন সাদিয়া আয়মান। সেখানে তিনি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও সম্পর্কে ভক্তদের সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের উদ্দেশ্যে কঠোর বার্তা দেন। 

আরো পড়ুন:

সাদিয়া আয়মান লেখেন, “কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরো বেশি মজা পায়। হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতা আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।” 

হতাশা প্রকাশ করে সাদিয়া আয়মান বলেন, “কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো ‘এআই’ চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে!” 

ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে সাদিয়া আয়মান বলেন, “আরে ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব ‘এআই এডিটেড ছবি ও ভিডিও’-কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে!” 

যদি এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে সেই পোস্ট ও পেজ রিপোর্ট করে ব্লক করার আহ্বান জানান। পাশাপাশি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে তুলে দেওয়ার ঘোষণাও দেন, যেন পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া যায়।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়