ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘জেমস বন্ড’ সিরিজের পরিচালক মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ৯ নভেম্বর ২০২৫  
‘জেমস বন্ড’ সিরিজের পরিচালক মারা গেছেন

লি তামাহরি

‘জেমস বন্ড’খ্যাত হলিউড পরিচালক লি তামাহরি মারা গেছেন। গত ৭ নভেম্বর নিউ জিল্যান্ডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তারকা পরিচালক। তার বয়স হয়েছিল ৭৫ বছর। খবর দ্য গার্ডিয়ানের।  

নিউ জিল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরএনজেড-কে পাঠানো একটি বিবৃতিতে লি তামাহরির মৃত্যুর খবর জানিয়েছে তার পরিবার। বিবৃতিতে বলা হয়েছে, ৭ নভেম্বর মারা গেছেন লি তামাহরি। এসময় পরিবারের সদস্যরা তার পাশেই ছিলেন। পারকিনসন রোগে ভুগছিলেন লি। 

আরো পড়ুন:

এ বিবৃতিতে আরো বলা হয়েছে, “কারিশম্যাটিক লিডার ও অদম্য সৃজনশীল আত্মা লি, পর্দা ও পর্দার পেছনে মাওরিদের তুলে ধরেছেন। আমরা অসাধারণ একজন সৃজনশীল মানুষকে হারিয়েছি।” 

১৯৫০ সালে নিউ জিল্যান্ডের ওয়েলিংটনে জন্মগ্রহণ করেন তামাহরি। তার পিতা মাওরি বংশোদ্ভুত এবং মাতা ব্রিটিশ বংশোদ্ভুত। লি তামাহরি পরিচালিত প্রথম সিনেমা ‘ওয়ান্স ওয়ার ওয়ারিয়র্স’। এটি ১৯৯৪ সালে মুক্তি পায়। এটি মাওরিদের জীবনের নির্মম চিত্র। মুক্তির পর এটি নিউ জিল্যান্ডের সিনেমায় মাইলফলক হয়ে দাঁড়ায়। চলচ্চিত্রজগতে লি তামাহরিকে উজ্জ্বল ও নতুন কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করে। 

এরপর হলিউডে কাজের প্রস্তাব পান লি তামাহরি। ১৯৯৭ সালে সার্ভাইভাল থ্রিলার ঘরানার ‘দ্য এজ’ সিনেমা নির্মাণ করেন। এতে অভিনয় করেন অ্যান্থনি হপকিনস ও অ্যালেক বল্ডউইন। ২০০১ সালে নির্মাণ করেন ‘অ্যালং কেইম আ স্পাইডার’ সিনেমা। লি তার সবচেয়ে বড় প্রকল্প হাতে নেন ২০০২ সালে। জেমস বন্ড সিরিজের এই সিনেমার নাম ‘ডাই অ্যানাদার ডে’। এটি মুক্তির পর বিশ্বব্যাপী নজরকাড়েন এই নির্মাতা। এতে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন পিয়ার্স ব্রসনান। আলোচিত ‘বন্ড’ সিরিজে এটিই পিয়ার্সের শেষ সিনেমা।  

পরবর্তী সময়ে ‘এক্সএক্সএক্স: স্টেট অব দ্য ইউনিয়ন’, ‘নেক্সট’, ‘দ্য ডেভিল’স ডাবল’ নির্মাণ করলেও তেমন সাড়া ফেলতে পারেনি; বক্স অফিসেও পারফরম্যান্স তেমন ভালো ছিল না। এরপর কিছুটা বিরতি নিয়ে নিজ দেশ নিউ জিল্যান্ডে ফিরেন লি। ২০১৬ সালে আবারো চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। নির্মাণ করেন—‘মাহানা’, ‘দ্য কনভার্ট’। এ দুটো সিনেমা এই নির্মাতার শেষ দিকের কাজ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়