ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনৈতিক কাজে শুধু পুরুষরাই জড়িত, তা ঠিক নয়: মমতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ২৭ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:২৮, ২৭ নভেম্বর ২০২৫
অনৈতিক কাজে শুধু পুরুষরাই জড়িত, তা ঠিক নয়: মমতা

মমতা শঙ্কর

ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেত্রী, নৃত্যশিল্পী মমতা শঙ্কর। তার অভিনয় ও নাচের জাদুতে মুগ্ধ অসংখ্য অনুরাগী। পাঁচ দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিক্ত-মধুর অসংখ্য অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এগিয়েছেন তিনি। তার পথ কখনো মসৃণ ছিল না, বাধা ও চ্যালেঞ্জই ছিল নিত্যসঙ্গী। তবু ৭০ বছর বয়সি মমতার বিশ্বাস, একজন নারী সর্বপ্রথম নিজের সম্মানের রক্ষক। কাজের সুযোগ বা সুবিধার লোভে কাউকে নিজের উপর কর্তৃত্ব বিস্তার করতে না দেওয়াই তার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।  

ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মমতা শঙ্কর বলেন, “খুব অল্প বয়স থেকে নাচ করি, সিনেমা করেছি। কিন্তু কেউ কোনো দিন আমাকে খারাপ প্রস্তাব দেয়নি। আমি যদি বুঝি, কেউ আমাকে চালাকি করে কিছু একটা বলার চেষ্টা করছে, আমি এমন ভান করি যেন কিছু বুঝতেই পারিনি। আমি এত ভালোভাবে কাটিয়ে গিয়েছি বিষয়টা যে, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। কিন্তু এই ধরনের কথা সে আর আমাকে বলতে পারেনি।” 

আরো পড়ুন:

অনৈতিক কাজে শুধু পুরুষরাই জড়িত—এ কথা ঠিক নয়। সব ক্ষেত্রে না হলেও, অনেক সময় নারীরাও অতিরিক্ত সুবিধা পাওয়ার আশায় তাদের প্রশ্রয় দেন বলে মনে করেন মমতা। তার ভাষায়, “কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের দিক থেকে ভুল হয়। কিছু একটা পাওয়ার জন্য আমরা (নারীরা) হয়তো নিজেকে ছেড়ে দিলাম। উল্টো দিকের মানুষটাকে কিছুটা এগোতে দিলাম। কিন্তু তারপর হয়তো কাজটা হলো না। তখন তার নামে ‘মি টু’ হয়ে গেল। এই জিনিসগুলো একদম পারি নিতে পারি না। কেউ কাউকে শারীরিক হেনস্তা করলে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমার মনে হয়, বুদ্ধি দিয়ে যেকোনো খারাপ প্রস্তাব কাটিয়ে যাওয়া যায়।” 

গত বছর বর্তমান প্রজন্মের সাজ-পোশাক নিয়ে বিস্ফোরক মন্তব্য করে কটাক্ষের মুখে পড়েছিলেন মমতা। তারপরও নিজের মতামত পরিষ্কারভাবে জানাতে দ্বিধা নেই তার। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়