ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফিরোজ সাঁই’র ১৯তম প্রয়াণ দিবস উদযাপন

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ২০ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিরোজ সাঁই’র ১৯তম প্রয়াণ দিবস উদযাপন

ফিরোজ সাঁই

মোখলেছুর রহমান : ফিরোজ সাঁই। সত্তর ও আশির দশকের দেশীয় পপ সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী। তাকে পপ সংগীতের পথিকৃৎও বলা হয়। লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গানকে যারা পপসংগীতে আদল দিয়েছিলেন তাদের অন্যতম কণ্ঠশিল্পী প্রয়াত ফিরোজ সাঁই।
 
ফিরোজ সাঁইয়ের ১৯ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে ‘ফিরোজ সাঁই স্মৃতি সংসদ’ ২১ জানুয়ারি, সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজন করেছে- ফিরোজ সাঁইয়ের ১৯তম মূত্যু বার্ষিকী উদযাপন ও ফিরোজ সাঁই স্মরণ সভা।  

এ অনুষ্ঠানে দেশ বরেণ্য সংগীত শিল্পীরা উপস্থিত থাকবেন। আলোচনা অনুষ্ঠান শেষে ফিরোজ সাঁইয়ের গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী ফারুক ভুইয়া।

১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন ফিরোজ সাঁই। ১৯৯৫ সালের ১২ জানুয়ারি, শিল্পকলা একাডেমীতে গানের একটি অনুষ্ঠানে এক ‘সেকেন্ডের নাই ভরসা’ শিরোনামের গানটি গাওয়ার সময় মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।

প্রয়াত এ সংগীতশিল্পীর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘এক সেকেন্ডের নাই ভরসা’, ‘ইস্কুল খুইলাছে রে মওলা ইস্কুল খুইলাছে’, প্রভৃতি।


 

 


রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৫/মোখলেছ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়