বইমেলায় আসছে ইমরান লস্করের কাব্যগ্রন্থ ‘ইনসাফের পতাকা’
ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

অমর একুশে বইমেলা ২০২৫- এ প্রকাশিত হয়েছে ইমরান লস্করের কাব্যগ্রন্থ ‘ইনসাফের পতাকা’। বইটি প্রকাশ করছে ছিন্নপত্র প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ফারুক মুহাম্মদ। বইমেলায় ৫৯৩ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। বইটির মলাট মূল্য ২৫০ টাকা।
কবি জানিয়েছেন, ইনসাফের পতাকা কাব্যগ্রন্থে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, যুদ্ধ, স্বাধীনতার সংগ্রাম ও প্রেমের টানাপড়েন নিয়ে কবিতা স্থান পেয়েছে। কবি প্রকাশ করেছেন, কেন যুদ্ধ হয়, কেন ফ্যাসিবাদ কায়েম হয়, কেন মানুষ মরে এবং কেন প্রেম ভাঙে—এসব কিছু ঘটে শুধু ইনসাফের অভাবে।
উল্লেখ্য, ইমরান লস্কর পড়াশোনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা/লিপি