সৌদীতে প্রতি মিনিট কল রেট এক টাকা
শফিক || রাইজিংবিডি.কম
নিজস্ব প্রতিবেদক : যে কোনো গ্রামীণফোন নম্বর থেকে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের খোঁজখবর নিতে কল করা যাবে মাত্র এক টাকা প্রতি মিনিটে। এ কলরেট আগামীকাল শনিবার রাত পর্যন্ত থাকবে। শুক্রবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ৭১৭ জন নিহত হাজি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আট শতাধিক হাজি।
সৌদি আরবে পদদলিত হয়ে নিহত ও আহতদের মধ্যে বাংলাদেশি হাজিও রয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের হজ কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ কথা জানিয়েছেন।
হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশি হাজিদের উৎকণ্ঠিত স্বজনদের জন্য এ অফার দিয়েছে গ্রামীণফোন।
রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৫/শফিক/উজ্জল
রাইজিংবিডি.কম