ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাতকড়া নিয়ে আসামির পলায়ন

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ১২ সেপ্টেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাতকড়া নিয়ে আসামির পলায়ন

হাতকড়া

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর চারঘাটে মাদক সংক্রান্ত মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে পুলিশি পাহারায় আদালতে নিয়ে যাওয়ার সময় হাতকড়া নিয়ে পালিয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে তিন পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে বরাখাস্ত করা হয়েছে।

 

শুক্রবার বিকেলে পুঠিয়া উপজেলার বানেশ্বরে ঢাকা-রাজশাহী মহাসড়কে ওপর চলন্ত বাস থেকে পালিয়ে যান তিনি।

 

পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া ওই আসামির নাম রবিউল ইসলাম (৩২)। তিনি চারঘাট উপজেলার হলিদাগাছী হাটপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন- পুলিশ কনস্টেবল মনির হোসেন, বজলুর রহমান ও এনামুল হক।

 

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার গোলাম মুর্তজা জানান, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত তিনজন আসামিকে পুলিশি পাহারায় বাসযোগে আদালতে নেওয়া হচ্ছিল। যাত্রীবাহী বাসটি পুঠিয়ার বানেশ্বর বাজারে পৌঁছলে রবিউল ইসলাম বমি করবে বলে পুলিশকে জানায়।

 

এ সময় সুযোগ করে দেওয়া হলে রবিউল বমি করার অজুহাতে চলন্ত বাসের জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ধীরগতির ওই বাসটি থামিয়ে পুলিশও আসামি রবিউলের পিছু নেয়। কিন্তু কিছু দূর ধাওয়া করার পরও তাকে আর গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

ওসি আরো জানান, রবিউল ইসলাম ২০১৩ সালের মাদক সংক্রান্ত একটি মামলার পলাতক আসামি। দীর্ঘদিন ধরে আদালতে অনুপস্থিত থেকে নিজেকে বাঁচাতে আত্মগোপনে ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চারঘাট থানা পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। 

রাজশাহী পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে ইতিমধ্যে তিন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত এবং তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখার জন্য থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।

 

 

রাইজিংবিডি/রাজশাহী/১৩ সেপ্টেম্বর ২০১৪/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়