ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভাইস চেয়ারম্যান লাঞ্ছিত : এমপির ভাতিজাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ২২ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাইস চেয়ারম্যান লাঞ্ছিত : এমপির ভাতিজাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া জেলার মানচিত্র

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মোহনকে লাঞ্ছিত করার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাতিজাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

শুক্রবার বেলা ১২টার দিকে সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর সোনাইকুন্ডি বাসভবনে একটি সালিশ বৈঠক চলাকালে এমপির ভাতিজা বালা চৌধুরী ও তার সহযোগীরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মোহন (৬০) এর ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে।

 

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেন। 

 

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মোহন জানান, গত ১৩ মার্চ ফিলিপনগর এলাকায় একটি আইন শৃঙ্খলার সভায় এমপির ক্যাডার বাহিনীকে নিয়ন্ত্রণ করার কথা বলায় এমপির ভাতিজা আমার ওপর ওই হামলা চালিয়েছে।

 

দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ভাইস চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় থানায় বালা চৌধুরীকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তবে, পুলিশ এখনও কোনো হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি।

 

 

 

 

রাইজিংবিডি/২২ মার্চ ২০১৫/কুষ্টিয়া/কাঞ্চন কুমার/রিশিত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়