মা
সুরাইয়া ইসলাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:৫৮, ১২ মে ২০২৪
মা যে আমার সন্ধ্যা তারা
ভোরের আবছা আলো
সেই আলোতেই গুছিয়ে রাখি
এক জীবনের কালো।
মা যে পরম যত্নে তাদের
আড়াল করে রাখে
যাদুর মায়ায় ভালোবাসায়
শুদ্ধি সুবাস মাখে।
ভুলিয়ে দেয় দুঃখ-ব্যাথা
কষ্ট-গ্লানি যত
মধ্যরাতের প্রার্থনাতে
ভাসিয়ে দেয় ক্ষত।
/মেহেদী/