ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিকাগোতে ৬৮ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ৫ মে ২০২৪   আপডেট: ১৬:৪৫, ৫ মে ২০২৪
শিকাগোতে ৬৮ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের শিকাগোর স্কুল অব আর্ট ইনস্টিটিউটের শিক্ষার্থীদের স্থাপন করা একটি ক্যাম্প ভেঙে ফেলার সময় পুলিশ অন্তত ৬৮ জনকে গ্রেপ্তার করেছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি সেভেন রোববার এ তথ্য জানিয়েছে।

শিকাগো পুলিশ বিভাগ জানিয়েছে, শনিবার শিকাগোর স্কুল অব আর্ট ইনস্টিটিউটের জাদুঘরের উত্তর বাগানে ফিলিস্তিনিপন্থিরা একটি ছোট ক্যাম্প স্থাপন করে। এর কয়েক ঘন্টা পরে ইনস্টিটিউটের মাঠ থেকে কয়েক ডজনকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

পুলিশ জানিয়েছে, অন্তত ৬৮ জনের বিরুদ্ধে সম্পত্তিতে অপরাধমূলক অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে।

শনিবার মিশিগান অ্যাভিনিউ এবং মনরো স্ট্রিটে আর্ট ইনস্টিটিউটের কাছে ফুটপাতে কয়েক ডজন বিক্ষোভকারী বিক্ষোভ করেছে। সেখানে ছাত্র ও অধিকার কর্মীদের একটি দল ইসরায়েলকে মার্কিন সরকারের সহায়তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে।

এবিসি সেভেন জানিয়েছে, ফিলিস্তিনিপন্থিদের ক্যাম্প শুরুর পর থেকে এই প্রথম শিকাগো পুলিশ বিভাগ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করেছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়